মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পৌরসভা এবং ১৪ ইউনিয়নকে মাদক মুক্ত করার ঘোষনা দেওয়া হয়েছে। স্থানী সংসদ সদস্য, পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সমন্ময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে এলাকাকে মাদক মুক্ত করা হবে বলে বক্তাগন উল্লেখ করেন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আজ বুধবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরে সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত করার জোরালো বক্তব্য তুলে ধরেন আজগানা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার। তিনি বলেন, তার ইউনিয়ন পরিষদের আশাপাশ এবং ইউনিয়নে বিভিন্ন স্পটে প্রকাশ্যেই মাদক বিক্রি হচ্ছে। ফুরে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান। আরও কয়েকজন বক্তা মাদকের বিরুদ্ধে এমন বক্তব্য উপস্থাপন করেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মেখ আবু সালেহ মাসুদ করিম তার বক্তব্যে বলেন, যে কোন সময়ের চেয়ে মির্জাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল রয়েছে। সকলের সহযোগিতায় যে কোন উপায়ে মির্জাপুরকে মাদক মুক্ত করে জিরো টলারেন্স করা হবে। এ বিষয়ে তিনি মির্জাপুরবাসির সার্বিক সহযোগিতা চেয়েছেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুর ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডো. মো. ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ও উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার হোসেন, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল দেওয়ান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ এবং লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।