মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে ভিন্নধর্মী কুইচ, বিতর্ক, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরন করা হয়েছে। পুরো অনুষ্ঠান ছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ। আজ শুক্রবার (২৯ জুলাই) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিন্নধর্মী এ অনুষ্ঠান হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর তরুন চিকিৎসক দলের সদস্য ডা. মায়িশা মালিয়াজ, ডা. কানিজ ইসলাম, ডা. শাকিল মিয়া এবং ডা. সাবরিনা বিনতে সালাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, ভিন্নধর্মী এ অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠানে মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইচ, বিতর্ক, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম মনসুর মুসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধূরী, মির্জাপুর এস পোইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমসহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার এ এস এম মনসুর মুসা বলেন, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে হবে। শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের জাতির কর্নধার ও ভবিষ্যৎ। তাদের জ্ঞান শুধু পাঠ্য বইয়ের সিলেবাসের মধ্যেই সীমাবদ্ধা থাকবে না। বাহিরের জগৎ সম্পর্কেও তাদের জ্ঞান ও ধারনা থাকতে হবে। শিক্ষার্থীরা শ্রেণী কক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি মনোনিবেশ করতে পারে সে জন্য তাদের সুযোগ দিতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।