মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ আগস্ট) বিকেলে মির্জাপুর সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনির হোসেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গনমাধ্যমকর্মী, মির্জাপুর পৌরসভার মেয়র-কাউন্সিলর এবং ১৪ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, গ্রাম পুলিশসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে ও দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মো. মনির হোসেন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম আবু মনসুর মুসা, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের কয়েকজন জনপ্রতিনিধি প্রমুখ। ওপেন হাউজ ডে সভায় মির্জাপুর উপজেলার আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে অতিথিগন তাদের বক্ত্যব্যে উল্লেখ করেন।