মীর আনোয়ার হোসেন টুটুল
বনাঞ্চলের ভিতরে মদ তৈরীর কারখানা থেকে বিপুল পরিমান চোরাই মদসহ এলাকার চিহিৃত মাদক কারবারী মো. আব্দুল করিম (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের আজগানা মহিষবাথান গ্রামের গজারি বনের ভিতরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে।
১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার জানান, আজগানা মহিষবাথান গ্রামের ওমর আলীর ছেরে আব্দুল করিমসহ তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে বনের ভিতরে চোলাই মদের কারখানায় মদ তৈরী করে আসছে। গোপন সংবাদ পেয়ে গতকাল রবিবার মির্জাপুর থানার এসআই একরামুল হকসহ কয়েকজন পুলিশ মদ তৈরীর কারখানায় হানা দিয়ে মুলহোতা করিমকে গ্রেফতার করে। এ সময় মদ তৈরীর বিভিন্ন উপকরন এবং প্রায় ২১৫ লিটার মদ উদ্ধার করা হয়। আব্দুল করিম গ্রেফতার হলেও তার সহযোগিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন বলেন, বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারী আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মির্জাপুর থানার হল রুমে সংবাদ সম্মেলন করা হবে। এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।