মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের কপি তুলে দিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানের মুল আয়োজক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাংবাদিক ও অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ্বাস। আজ বৃহস্পতিবার মির্জাপুর সরকারী কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ। পরে উপজেলার ১৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৬ মাধ্যমিক বিদ্যালয়, ১৪ মাদ্রাসা ও ৮ কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের হাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের কপি তুলে দেন খান আহমেদ শুভ এমপিসহ অতিথিবৃন্দ।