মির্জাপুরে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন রাফিউর রহমান খান ইউসুফজাই সানি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন বিশিষ্ট্য সমাজ সেবক ও রাজনীতিবিদ রাফিউর রহমান খান ইউসুফজাই সানি। তিনি মধূমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর ও ই বি এস গ্রুপের চেয়ারম্যান। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জহের এমপি স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছেন।
এদিকে রাফিউর রহমান খান ইউমসুফজাই সানি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অপর সদস্যরা হলেন, সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, মীর আব্দুল ওয়াদুদ, মো. মইনুল হক, মো. মাহফুজুর রহমান কনক, মো. ফরহাদ উদ্দিন আছু, মো. রাফিউর রহমান ইউসুফজাই সানি, এম সুলাইমান খান, কাজী আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, মো. আরিফ খান, আবু সাইদ মিয়া (সাবে ভিপি), মো. রাইজুদ্দিন ডিলার, মো. আতিকুল ইসলাম সিকদার, মো. সুরুজ দেওয়ান, এ কে এম আলম সরোয়ার, আবুল কাশেম সরকার, কাজী নুরুল্লাহ শহিদ, মো. রফিকুল ইসলাম, খন্দকার রাহাদ হোসেন তুষার, মীর রাজিউর রহমান বকুল, মোশারফ হোসেন রাজু, মো. ফজলুল হক মাষ্টার, নুরুল ইসলাম সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম রফিক, মো. আবু তাহের, মো. সাদেকুর রহমান, মো. শফিকুল ইসলাম এবং মো. খালেদ হোসেন লিটু।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করেই দলের নবীন ও প্রবীন নেতাদের নিয়েই নবনির্বাচিত মুল কমিটি, কার্যকরী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here