মির্জাপুরে ৩০ ভূমিহীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন, পাবেন জমিসহ ঘর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে শিল্পপার্ক স্থাপনের জন্য জমি অধিগ্রহনের ক্ষতিপুরন না পেলেও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় মমিননগর এরাকার ভূমিহীন ৩০ অসহায় পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়েছে। পাবেন বিনামুল্যে জমি বরাদ্ধসহ ঘর। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২০সেপ্টেম্বর) দুপুরে দেওহাটা আশ্রয়ন প্রকল্প এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় আরডিসি ফারজানা ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুর ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর, স্থানীয় গরমাধ্যমকর্মী, ইউপি মেম্বার কামরুজ্জামান, আদিল খান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং মেম্বারগন উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিস জানায়, কর্মসংস্থানের লক্ষে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর মৌজায় ৪৯ দশমিক ৩৫ একর জমির উপর বিসিক শিল্প পার্ক (শিল্প নগরী) স্থাপনের জন্য ২০১৬ সালে জমি অধিগ্রহন শুরু করে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়। জমি অধিগ্রহন, ক্ষতিগ্রস্থ্য পরিবারকে ক্ষতিপুরন দেওয়া হয়। যাদের বৈধ কাগজপত্র নেই তাদরে মধ্যে ৩০ পরিবারকে সরকার ভাবে পুর্নবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ পরিবার গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় বিনামুল্যে জমিসহ ঘর পাবেন। পুর্নবাসনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ৩০ পরিবারকে প্রাথমিক ভাবে নগদ ১০ হাজার করে টাকা তুলে দেওয়া গয়। এদের নামে খাস জমি বরাদ্ধ প্রক্রিয়াধীন। কিছু দিনের মধ্যেই জমির কাগজপত্র এবং বসবাসরে জন্য ঘর তৈরী করে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকায় বিসিক শিল্পপার্ক নির্মান হচ্ছে। এটির নির্মান কাজ শেষ হলে এলাকায় নতুন দিগন্তের সুচনা হবে। যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা ক্ষতিপুরন পাচ্ছেন। যারা ক্ষতিপুরন পাচ্ছেন না তাদের জমির বৈধ কাগজপত্র নেই। পরিবারগুলো দরিদ্র তাদের উচ্ছদ করা হলেও জেলা এবং উপজেলা প্রশাসন দেওহাটা এলাকায় বিনামুল্যে জমিসহ ঘর পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here