মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিলুপ্ত আহবায়ক কমিটি সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে বেলা এগাটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের সাবকে ভাইস চেয়ারম্যান ও বিলুপ্ত সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক এবং সাবেক সদস্য সচিব জিএস বিপ্লব কুমার সাহা। তারা বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত গত ২২ আগস্ট ২৫ সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি দেন মির্জাপুর উপজেলায়। এই আহবায়ক কমিটি ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে সুন্দর ও শান্তিপুর্ন ভাবে নতুন কমিটি দিয়েছেন। জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক আমাদের কিছু না জানিয়ে ৯০ দিনের আহবায়ক কমিটি বিলুপ্ত (বাতিল) করেছেন যা গঠনতন্ত্র বিরোধী। গত ১৭ সেপ্টেম্বর সুরঞ্জন শেঠ তাপসকে আহবায়ক ও সুশিল সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট্য মির্জাপুর উপজেলায় অপর একটি পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি দিয়েছেন। তাদের আহবায়ক কমিটি বাতিল করার কোন একতিয়ার নেই। পুর্বের আহবায়ক কমিটি এখনও বলবত আছেন বলে সংবাদ সম্মেলনে তারা দাবী করেন। সংবাদ সম্মেলনে আমরা জেলা কমিটির সভাাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টুর) প্রত্যাহার দাবী করা হয়। এ সময় পিযুষ কান্তি সাহা নন্দ, স্বপন মন্ডল, সুবীর কুমার দত্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্রস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু) বলেন, ২২ আগস্ট যে আহবায়ক কমিটি দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দের অনুমোদন ও কোন পরামর্শ না নিয়ে তারা এলাকায় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এ নিয়ে এলাকায় সনাতনী (হিন্দু) দের মধ্যে ক্ষোভ, বিভেধ ও মতবিরোধ সৃষ্টি হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা সুন্দর রাখার লক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ও জেলার নেতৃবৃন্দের পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক ঐ কমিটি বিলুপ্তি (বাতিল) করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি এবং মির্জাপুর এলাকার বিভিন্ন সনাতনী (হিন্দু) নেতৃবৃন্দের সঙ্গে বসে তাদের মতামত নিয়ে গত ১৭ সেপ্টেম্বর সুরঞ্জন শেঠ তাপসকে আহবায়ক এবং সুশিল সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট্য মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহবায়ক কমিটি দেওয়া হয়েছে। এখন থেকে এই কমিটি সকল কার্যক্রম পরিচালনা করবে।