মীর আনোয়ার হোসেন টুটুল
নিজ ঘর থেকে স্বামী পরিত্যাক্ত (তালাকপ্রাপ্ত) সখিনা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল পশ্চিমপাড়া গ্রামে সখিনা বেগমের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, সখিনা বেগমের সাবেক স্বামীর নাম মফিজ উদ্দিন। ৮-১০ বছর পুর্বে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলে বাঁশতৈল পশ্চিমপাড়া গ্রামে বাড়ি নির্মান করে এক ছেলে ও দুই মেয়ে নিয়ে সখিনা বেগম বসবাস করতেন। এক ছেলে মালেশিয়া প্রবাসি। তার দুই মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় ছেলের বৌ নিয়ে বাড়িতে থাকতেন। গত দুই তিন দিন পুর্বে ছেলের বৌ তার বাবার বাড়ি যান। এই সুযোগে গতকাল রবিবার রাতে দুষ্কৃতকারীরা তার ঘরে ঢুকে পরিকল্পিত ভাবে হত্যা করে বাহিরে তালা ঝূঁলিয়ে চলে যায়। আজ সোমবার দুপুর পর্যন্ত সখিনা বেগমের সন্ধান না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে বাড়িতে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সখিনা বেগমের দুই মেয়ে ও স্বজনরা অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারা তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সখিনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে হত্যার মুল রহস্য জানা যাবে।