মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের সাবেক মেম্বার এবং আনাইতারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন (৮০) আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন( ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা উপজেলা পরিষদ চত্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর তার নিজ গ্রাম চরবিলসা গ্রামে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান সাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অথ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here