মির্জাপুরে এমপির নির্দেশনায় প্রধান মন্ত্রীর ৭৬ তম জন্ম দিন পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমবিআইসিসির পরিচালক এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি খান আহমেদ শুভ এমপির নির্দেশনায় আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিন হয়েছে। খান আহমেদ শুভ এমপি বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বৃটেন, লন্ডন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি রাষ্ট্রে সফর সঙ্গী হিসেবে অবস্থান করছেন। এমপির নির্দেশনায় তার ব্যক্তিগন একান্ত সহকারী মীর আসিফ অনিক গোড়াই শিল্পাঞ্চলে মিলাদ মাহফিল দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানেও প্রধান মন্ত্রীর ৭৬ তম জন্ম দিন যথাযোগ মর্যাদায় পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here