মির্জাপুরে আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভিপি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, মো. আমিনুর রহমান আকন্দ, মেজর (অব.) খন্দকার এ হাফিজ এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের সহধর্মীনী মিসেস ঝরনা হোসেন প্রমুখ। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি- সম্পাদক উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here