মির্জাপুরে ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক টুটুলের বড় ভাইয়ের ইন্তেকাল

মির্জাপুরে ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক টুটুলের বড় ভাইয়ের ইন্তেকাল
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের বড় ভাই মীর দেলোয়ার হোসেন (৬৫ গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে নেত্রকোনা শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার পিতার নাম মৃত মীর আব্দুস ছোবহান, গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামে। তিনি নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অবসর প্রাপ্ত প্রধান অফিস সহায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, চার ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (৫ অক্টোবর) সকাল দশটায় নেত্রকোনা সাতপাই পশ্চিমপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে সাতপাই টিপু লজের নিজ বাস ভবনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীগন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here