মীর আনোয়ার হোসেন টুটুল
মহিলাদের ফুটবল খেলায় উদ্ধুদ্ধ করনের লক্ষে প্রথম বারের মত টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ অক্টোবর) মির্জাপুর উপজেলা সদরের ক্রীড়া সংস্থা সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বইন্ধতা পুর্ন ম্যাচে মোহামেডান মহিলা দল (৬-৩) গোলে আবাহনী মহিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার প্রধান পৃষ্টপোষক ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৗরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীজা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন