মীর আনোয়ার হোসেন টুটুল,
জাতীয় স্যানিটেশন মাস হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ হাত দোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকালে র্যালি ও আলোচনা সভার এায়াজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন এবং দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম প্রমুখ।