মীর আনোয়ার হোসেন টুটুল,
দাদীর কাছে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত নাতি সাব্বির হোসেন (১৬) ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সাব্বিরের পিতার নাম মো. নুরুল ইসলাম। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) এলাকাবাসি জানায়, সাব্বিরের পিতা নুরুল ইসলাম দীর্ঘ দিন ধরে আফ্রিকা প্রবাসি। বাবা-মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় সাব্বিরের মা স্বামীকে ছেড়ে অন্যত্র চলে গেছে। সাব্বিরের কোন ভাই বোন না থাকায় একা হয়ে তার দাদীর সঙ্গে থেকে বড় হয়েছে। বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ায় সাব্বির এলাকার বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পরে।
সাব্বিরের দাদী জরিনা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সাব্বির বাড়ি এসে নেশার টাকার জন্য তাকে চাপ সৃষ্টি করে। বাড়িতে টাকা না থাকায় তাকে টাকা দিতে পারেনি। দাদীর উপর অভিমান করে রাতে বাড়ির পাশে একটি গাছের ঢালে ফাঁস দিয়ে সে আতœহত্যা করে। আজ শুক্রবার সকালে গাছের ঢালে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উিডটি অপিসার বলেন, সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর াভিযোগ রয়েছে।