মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম শামছু। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার, সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান মিঞা, মীর আনোয়ার হোসেন টুটুল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মেছের আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা, কেককাটার পর শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষখ মো. আব্দুল কাদের খান।