মীর আনোয়ার হোসেন টুটুল
একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইল-ঢাকা এবং উত্তর বঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মির্জাপুর ট্রেন স্টেশনের মাষ্টার মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে।
মির্জাপুর ট্রেন স্টেশন সুত্র জানায়, ঢাকা থেকে উত্তর বঙ্গগামী একটি মালবাহী ট্রেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে কালিয়াকৈর ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী টালাবহ নামক স্থানে একটি বগি লাইনচ্যুত হয়ে পরে যায়। এ সময় কোন প্রাণহানীর ঘটনা না ঘটলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। মির্জাপুর, মহেড়া, টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতুর পুর্বপ্রান্ত ট্রেন স্টেশনে সিল্কসিটি, নীলসাগর ও কমিউটার টেন্রসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পরেছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলছে।