মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা এগারটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং সুপারদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়ে। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকদের পক্ষ থেকে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। পরে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার,একাডেমিক সুপারভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন, সাধারন সম্পাদক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মোশারফ হোসেন এবং মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।