মির্জাপুরে চালককে হত্যার পর অটোরিকসা ছিনতাই

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে মাহাবুব আলম মাহিন (৪০) নামে অটো রিকসা চালককে হত্যার পর অটোরিকসা ছিনতাই হয়েছে। তার পিতার নাম মিনহাজ উদ্দিন। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেরা সদরের পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামে। ঘটনার সাত দিন পর পুলিশ আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের আছিমতলা নামক এলাকা থেকে তার উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার মাহাবুবের পরিবার জানায়, সে পেশায় অটো রিকসা চালক। নিজ বাড়িতে কাজ কর্ম করার পর বেশীর ভাগ সময় সে রাতের বেলা অটো রিকসা চালাতো। গত বুধবার সন্ধ্যার পর অটো রিকসা নিয়ে পৌরসভার বিভিন্ন রোড এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিকল্প রাস্তায় অটো রিকসা চালায়। গত বুধবার থেকে তার কোন সন্ধার পর থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারনা ছিনতাইকারী চক্রের সদস্যরা অটো রিকসা ছিনতাই করে মাহাবুবকে হত্যার পর লাশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা নামক স্থানে ফেলে যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক মো. মজিবর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় অটো রিকসা চালক মাহবুবের লাম উদ্ধার করা হয। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের মাঠে নেমেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here