মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়ায় ১৯৭১ সালের ৩০ অক্টোবর মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধের সময় শহীদদের স্মরনে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর করা হয়েছে। আজ রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপাড়ায় শহীদদের স্মরনে স্মুতি পলক নির্মানের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাঁশতৈল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইদুর রহমান খান বাবুল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস বলেন, ৭১ এর ৩০ অক্টোবর মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে নয়াপাড়া এলাকার আব্দুর রশিদ, আহাম্মদ আলী ও মোশারফ হোসেনসহ এলাকার ৭ জন নিরীহ বাঙ্গালী শহীদ হন। স্বাধীনতার ৫১ বছর পর উপজেলা প্রশাসন থেকে শহীদদের স্মরনে স্মৃতি পলক নির্মানের উদ্যোগ গ্রহন করেছেন। স্মৃতি ফলক নির্মানের উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসি ও শহীদদের পরিবার বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন।