মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে শহীদদের স্মরনে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শহীদদের স্মরনে সম্মৃতি ফলক নির্মানের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্মৃতি ফলক নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here