মীর আনোয়ার হোসেন টুটুল
প্রশিক্ষত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১লা নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় যুব দিবন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে । মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশনারা বেগম এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কবি আসাদুজ্জমান বাবুল প্রমুখ। আলোচনা শেষে দুইজনকে এক লক্ষ টাকার যুব ঋনের চেক ও ৪০ জনকে বিভিন্ন প্রশিক্ষনের ভিক্তিতে সনদ প্রদান করা হয়।