মির্জাপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুর্নাঙ্গ উপজেলা ব্যবস্থাপনার দাবীতে এবং সারা দেশে দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ বুধবার (২ নভেম্বর) জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মির্জাপুর উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে বেলা এগারটার দিকে বিক্ষোভ মিছিলটি কলেজ রোডের প্রেস ক্লাব থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশের এায়াজন করে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আবুল কাশেম, সহসভাপতি মো. সিবার উদ্দিন ছিবার, মো. বাদশা সিকদার, পৌর জাতীয় পার্টির সভাপতি এড. আনোয়ার সাইদ, সাধারণ সম্পাদক মো. আশরাফ আহমেদ, ছাত্রসমাজের নেতা মো. আব্দুল্লাহ আল মামুন ও সুজন মাহমুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here