মির্জাপুরে নাট মন্দিরে আরপি সাহাকে স্মরন
মীর আনোয়ার হোসেন টুটুল
নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে রণদা নাট মন্দিরে শহীদ দানবীর রণদা প্রসাদা সাহাকে স্মরন করা হয়েছে। মির্জাপুর গ্রামবাসি এবং শ্রী শ্রী হরিসভা কমিটি এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন। মহামানবের ১২৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে কুমুদিনী পরিবারও নানা অনুষ্ঠানের এায়াজন করে। আজ শুক্রবার (৪ নভেম্বর) মির্জাপুর গ্রামবাসি বিকেলে রণদা নাট মন্দিরে আলোচনা সভার আয়োজন করে। ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুুিক্তযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী। বক্তব্য রাখেন, কুমুদিনী পরিবারের কর্নধার শ্রী রাজিব প্রসাদ সাহা, গোলাম ফারুক সিদ্দিকী, আবু আহেমদ ও মো. হযরত আলী মিঞা প্রমুখ। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here