মীর আনোয়ার হোসেন টুটুল,
এফবিআইসিসির পরিচালক ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজের সভাপতি এবং ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির সঙ্গে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর রোডের উপজেলার হাটুভাঙ্গা এলাকায় ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় ইটভাটা মালিক সমিতির আহবায়ক ও কেন্দ্রীয় নেতা মো. মঞ্জুরুল কাদরে বাবুল, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা ফিরোজ হায়দার খান, সদস্য হাজী মোক্তার আলী সিদ্দিকী, আলহাজ¦ আতিকুল ইসলাম সিকদার, সাবেক চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ এস এম মোজাহিদুল ইসলাম মনির ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খান আহমেদ শুভ এমপি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন যেন দেশের মানুষ অভাব অনটনে না থাকেন। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে ব্যবসা করার জন্য তিনি ইট প্রস্তুতকারী মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানান। এ জন্য সরকারের পক্ষ থেকে তাদরে সকল ধরনের সহযোগিতার আশ^াস দেন।