মির্জাপুরে মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন অসহায় পিতা, এক বছরের সাজা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকাসক্ত আমিনুর রহমান (৪০) পুত্রকে পুলিশে দিয়েছেন অসহায় পিতা পলান মিয়া। ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে এক বছরের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) মাদকাসক্ত আমিনুরের অসহায় পিতা পলান মিয়া জানান, তারপুত্র আমিনুর দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। পরিবারের পক্ষ থেকে তাকে নেশা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্ত কোন লাভ হচ্ছে না। মাদক সেবী ও মাদক বিক্রেতাদের পাল্লায় পরে মাতকের টাকার জন্য দিন দিন পুত্র পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের মারপিট করে আসছে। মাদকাসক্ত পুত্রের অত্যাচার থেকে বাঁচার জন্য বিষয়টি তিনি বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেনকে জানান।
এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে মাদকসহ আমিনুরকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুলের আদালতে হাজির করেন। পরে বিচারক সরকারী আইন মোতাবেক মাদকাসক্ত আমিনুরকে এক বছরের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদালতের বিচারক মো. আমিনুর ইসলাম বুলবুল বলেন, মাদকাসক্ত আমিনুরকে এক বছরের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here