মীর আনোয়ার হোসেন টুটুল,
মাস্টার চাবি ও তিন মোটর সাইকেলসহ আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের আনিসা জল কুটির সংলগ্ন অভিযান চালিয়ে পুলিশ তাদরে গ্রেফতার করে। চোর চক্রের সদস্যরা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মতিন মিয়ার ছেলে ওসমান গনি(২৮), একই জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি চরভাটরা গ্রামের সুধির মনির ছেলে তোষার মনি (২৩), পাবনা জেলার আমিনবাড়ি থানার টাংবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদ হোসেন (৩২) এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার শুভুল্যা গ্রামের লালু মৃধার ছেলে রতন মৃধা (৩৮)।
আজ সোমবার মির্জাপুর এসআই (উপপরিদর্শক) মো. আবুল বাশার জানান, গতকাল রবিবার (১৩ নভেম্বর) অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটর সাইকেল নিয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করে। এ সময় তাদরে নিকট থেকে একটি মাস্টার চাবি, লাল রং মিশ্রিত ১৫০ সিসির একটি ্এ্যাপাসি মোটর সাইকেল, ছাই রংয়ের একটি ১০০ সিসির প্লাটিনা ও লাল কাল রংয়ের একটি ১৩৫ সিসির ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের নামে দেশের বিভিন্ন জেলা ও থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য বলে পুলিশ জানিয়েছেন। তাদের দলের সদস্যদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নিয়মিত মামলার পর আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের অধিক তদন্তের জন্য রিমান্ডের আবেদন করে কোর্টে চালান দেওয়া হয়েছে।