মির্জাপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষার্থী-দর্শনার্থীদের মিলন মেলা

মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টলে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সকালে দুই দিন ব্যাপি এই বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা প্রশাসনের আয়োনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রষ্টপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান মুখী গড়ে তোলার লক্ষে দুই দিন ব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানিয়েছেন। এ উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মাদ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমীনা জাহান, দেওহাটা আলহাজ¦ জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার বলেন, ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ভিক্তিক বিভিন্ন উপকরন তৈরী করে স্টলে সাজিয়ে রেখেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারনা দিচ্ছে যা বর্তমান সরকারের ডিজিটাল যুগের বিরাট মাইল ফলক সৃষ্টি করেছে। মেলায় আসতে পেরে এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে ধারনা দিতে পেরে কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী খুবই খুঁশি।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল যুগের সরকার। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার পুত্র ও উপদেষ্টা প্রযুক্তিবিদ ড. সজিব ওয়াজেদ জয় একজন দক্ষ ব্যক্তিত্ব। তার অক্লান্ত শ্রমের ফরেই আজ দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আজকের ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা তার উদাহারন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here