মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক রিজাউল টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

মীর আনোয়ার হোসেন টুটুল
পুলিশ বিভাগে জনকল্যাণে ন্যায়, নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত ডিএসবির উপপরিদর্শক (এসআই) মো. রিজাউল কাজী টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ হয়ে পুরস্কৃত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের পুলিশ লাইন দরবার হলে পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ পুরষ্কার তুলে দেন। আজ বুধবার (১৬ নভেম্বর) মির্জাপুর থানা পুলিশ সুত্র এ তথ্য নিশ্চিত করেন।
মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, মো. রিজাউল কাজী ঢাকার শহীদ তিতুমীর কলেজ থেকে অনার্স পাশের পর ২০০২ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশ হেড কোয়াটার, গাজীপুর, র‌্যাব, জাতিসংঘ শান্তি মিশন পুর্ব তীমুর, নারায়নগঞ্জ, নরসিংদি এবং বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ডিএসসির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। গত অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক কল্যাণ সভায় গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মো. রিজাউল কাজীকে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) বর্তমানে পুলিশ সুপার পদে পদন্মতি প্রাপ্ত মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সরফুদ্দিন আহমেদসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র ও সহকারী পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মো. রিজাউল কাজী মির্জাপুর থানার একজন জন্য চৌকুস ও দক্ষ একজন পুলিশ অফিসার। তিনি পুরষ্কৃত হয়ে মির্জাপুর থানার মুখ উজ্জল করেছেন। তিনি আমাদের মির্জাপুর থানা তথা টাঙ্গাইল জেলা পুলিশ বিভাগের জন্য গর্বের।
এ ব্যাপারে পুরষ্কারপ্রাপ্ত মির্জাপুর থানার ডিএসবির উপপরিদর্শক (এসআই) মো. রিজাউল কাজী বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে কর্মদক্ষতার জন্য ঢেলে সাজিয়ে নানা সুযোগ সুবিধা দিয়েছেন জনগনের কল্যাণে কাজ করার জন্য। পুলিশ বাহিনীতে আমি একজন ক্ষুদ্র সদস্য। আমি চেষ্টা করে যাচ্ছি ন্যায়, নিষ্ঠা, সততা ও আন্তরিকতা দিয়ে দেশের মানুষকে সেবা প্রদানের জন্য। যত দিন জীবিত থাকবো ততদিন দেশ ও সমাজের জন্য সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here