মির্জাপুরে মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মীর আনোয়ার হোসেন টুটুল
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়ে উৎসব মুখর পরিবেশে মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার জমিদার বাড়ির অডিটোরিয়ামে দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন। মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here