মির্জাপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে আজ বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ এবং মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভাও একই স্থানে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী, রাজনৈতিক দলেল নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মো. শহিদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুল আলম আলশ মল্লিক হুরমহল, গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর ও হাইওয়ে থানার ওসি মোল্লা মো. টুটুল প্রমুখ। তিনটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহনের সিদ্ধান্ত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here