মির্জাপুরে সেই প্রতিবন্ধি শিশু সোহেলের পাশে শিল্পপতি লিটন

মীর আনোয়ার হোসেন টুটুল
শারীরিক ভাবে অসুস্থ্য প্রতিবন্ধি শিশু পুত্র সাহেল রানা (৯) এর চিকিৎসা জন্য পাশে এসে দাড়িয়েছেন মানবতায় আমা সামজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হংকংক শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ মো. আবুল কালাম আজাদ লিটন। রিকসা চালক বাবা মাইদুল এবং অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করা মাতা সাহেবা বেগম অসুস্থ্য ও প্রতিবন্ধি শিশুপুত্রসহ চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার বংশাই রোড সংলগ্ন সেলুঘাট এলাকায় একটি ভাঙ্গা ঝুপড়িঘর (ছাপড়া ঘরে) অসহায় মানবেতর ভাবে জীবন যাপন করছেন। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সমবায় সুপার মার্কেটের মানবতায় আমরা সংগঠনের অফিসে প্রতিবন্ধি সোহেল ও তার পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। নগদ অর্থ পেয়ে মানবতায় আমা সেবা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আজ শনিবার (৩ ডিসেম্বর) অসুস্থ্য ও প্রতিবন্ধি শিশুপুত্র সোহেল রানার পিতা মাইদুল জানান, পেশায় তিনি রিকসা চালক। তার স্ত্রী সাহেবা বেগম বিভিন্ন বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামে। দুমুঠো ভাতের আশায় পরিবার পরিজন নিয়ে এসে দীর্ঘ দিন ধরে মির্জাপুর পৌরসভায় রিকসা চালান। মাইদুল জানায়, তার শিশুপুত্র সোহেল ৬ বছরের পর থেকে শরীরে অজানা রোগ দেখা দেয়। ঠিকমত হাটতে পারে না, দাড়াতে পারে না, কথা বলতে পারে না এবং শরীর দিন দিন ফুলে যাচ্ছে। ছেলেকে বাঁচানোর জন্য কুড়িগ্রাম ও রংপুর হাসপাতাল, মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং সাভারের সিআরপিতে চিকিৎসার জন্য ছুটাছুটি করেছেন। চিকিৎসকগন ছেলের রোগের সঠিক কোন তথ্য দিতে পারেনি। চিকিৎসকগন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। ১০-১২ লাখ টাকা হলে তার চিকিৎসা সম্ভব বলেও চিকিৎসকগন জানিয়েছেন। অর্থের ভাবে শিশুপুত্র সোহেল রানার চিকিৎসা এখন বন্ধ। চিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে যাচ্ছে। সন্তানের জীবন বাঁচাতে অন্যের কাছ থেকে ধার দেনা করে পরিবারটি এখন সর্বশান্ত। ছয় সদস্যের পরিবার নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পরেছে। অসুস্থ্য ও প্রতিবন্ধি শিশুপুত্রকে চিকিৎসার জন্য অর্থসহ মানবিক সাহায়্যের আবেদন জানিয়েছেন হত দরিদ্র রিকসা চালক মাইদুল ও তার স্ত্রী সাহেবা বেগম। সাহায্য পাঠানো এবং যোগাযোগের ঠিকানা, মির্জাপুর পৌরসভার বংশাই রোডের সেলুঘাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here