মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে শতভাগ রপ্তানী মুখী শিল্প প্রতিষ্ঠান সাইথ ইস্ট টেক্্রটাইল মিলে উৎসব মুখর পরিবেশে শ্রমিকদের অংশ গ্রহন মুলক নির্বাচন অণুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই শিল্পাঞ্চলের সাইথ ইস্ট টেক্্রটাইল মিলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠানে চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. গোলাম রসুল ভূঞা। সু-শৃঙ্খল পরিবেশে ভোটের চিত্র দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। দুপুরে সাইথ ইস্ট টেক্্রটাইলের বিভিন্ন ইউনিট ঘুরে দেখা গেছে, প্রতিটি ইউনিটে শ্রমিকরা নিয়ম মেনে সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশে লাইনে দাড়িয়ে নিজেদের ভোট প্রদান করছেন। ভোট গ্রহন শেষে বিকেলে ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচিতরা হলেন মো. নাজমুর ইসলাম, মোছা. সুরতানা আক্তার, নিপা আক্তার, মো. রাসেল মিয়া, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, সবুজ মিয়া, ফারিয়া আক্তার, রঞ্জনা রানী, মো. শফিক মিয়া, মোছা. নাজমা আক্তার, সুমা আক্তার, মোছা. নিপা বেগম এবং মিজানুর রহমান। নির্বাচিত শ্রমিক নেতারা কারখানা এবং শ্রমিকদের পেশার মান উন্নয়নসহ বিভিন্ন দাবী আদায়ে নিরলস ভাবে কাজ করার অঙ্গিকার করেছেন।
সাউথ ইস্ট টেক্্রটাইল মিলের ম্যানেজার (কমপ্লাইন) মো. রাসেল খান এবং গোড়াই শিল্পাঞ্চল সিবিএ নেতা ও গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান জানান, ২০১৫ এবং ২০২২ বাংলাদেশ শ্রমবিধি (সংসোধিত) মোতাবেক সাউথ ইস্ট টেক্্রটাইলে দুই বছর অন্তর অন্তর শ্রমিকদের অংশ গ্রহন মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর ১৪ টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছিলেন। প্রার্থীদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৭ জন মহিলা নেতা শ্রমিকদের ভোটে নেতা নির্বাচিত হয়েছেন। কারখানায় ৫ হাজার ৫০০ জন শ্রমিকের মধ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৬১৩ জন। নিজেদের ভোট প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করে শ্রমকিরা বেশ খুঁশি। বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে সুন্দর ও শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহনের চিত্র দেখে প্রতিষ্ঠানের কর্মকর্তাগন সন্তোষের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশানার মো. বজলুর রহমান খান এবং সদস্য সচিব ছিলেন নুপুর আক্তার।
এ ব্যাপারে সাউথ ইস্ট টেক্্রটাইল মিলের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. গোলাম রসুল ভূইয়া বলেন, সাউথ ইস্ট টেক্্রটাইল লি. একটি শতভাগ রপ্তানী মুখী বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। মালিক ও শ্রমিকদের সমন্ময়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। শিল্প মালিকদের সংগঠন, বায়ার এবং সরকারী নীতিমালায় এখানে শ্রমিকদের নানা সুযোগ সুবিধা নিয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর অংশ গ্রহন মুলক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার প্রদীপ নাথ, জিএম (এইচআর এম) মো. রফিকুর ইসলাম, ম্যানেজার (কমপ্লাইন) মো. রাসেল খানসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।