মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতের কম্বল বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসিতে) ডিআইজির নেতৃত্বে প্রতিবন্ধি, সুবিধা বঞ্চিত ও অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে দরিদ্রদের মাঝে এ শীত বস্্র বিতরণ করা হয়। শীত বস্্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসির) কমান্ডার ডিআইজি মো. ময়নুল ইসলাম এনডিসি। এ সময় ডেপুটি কমান্ডার মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহীম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈয়দ মহসীনুল হক এবং সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আওয়াল সরদারসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈয়দ মহসীনুল হক বলেন, প্রতি বছরের মত এবারও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাইন্ডে মহেড়া, ছাওয়ালী, ভাতকুড়া, নগর ছাওয়ালীসহ বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র নারী পুরুষ, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধিদের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হয়েছে। এর আগে করোনাকালিন সময়ে দরিদ্র ও কর্মহীনদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রকৃতিক দুর্যোগের সময় পিটিসির পক্ষ থেকে দরিদ্রদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তাদের এ সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here