মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতাকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি- এই শ্লোগান নিয়ে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতাকে সংবর্ধা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেওহাটা আলহাজ¦ মো. জোনাব ্অলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এবং প্রধান অতিথি মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সফল জননী নারী হিসেবে মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের জানু মিয়ার স্ত্রী লতা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী তরফপুর ইউনিয়নের খলিয়াজানি গ্রামের আবুল হোসেনের কন্যা শাহানাজ পারভীন হেলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মির্জাপুর পৌরসভার মির্জাপুর সাহাপাড়া গ্রামের হরি নারায়ান রুদ্র পালের কন্যা উর্মিলা পাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করেছেন যে নারী মহেড়া ইউনিয়নের ডোকলাহাটি গ্রামের সিদ্দিক হোসেনের কন্যা হালিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. পারুল আক্তার এই পাঁচ সফল নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here