মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সুধীজনের সঙ্গে টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার মতবিনিময় সভা করেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিণœ অধিদপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভার মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাবগত টাঙ্গাইলের জেলা প্রশাসক ও প্রধান অতিথি মো. জসীম উদ্দিন হায়দার, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর সরকারী কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ।