মির্জাপুরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জন এবং মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোববাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধি জীবিদের শ্রদ্ধা এবং স্মরণ করা হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধা সারে ছয়টার দিকে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমানসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here