মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কিংশুক এর উদ্যোগে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। গত শনিবার (১৭ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে কিংশুক শিল্পী গোষ্টির শিল্পীদের অংশ গ্রহনে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কিংশুকের প্রতিষ্ঠাতা সভাপতি ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন সাদা মনের মানুষ প্রথিতযশা সাংবাদিক কিসমত খোন্দকারের সার্বিক সহায়তায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উদ্ধোধক ছিলেন ক্যানাডা প্রবাসি বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মেয়র সালমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. শামীম আল মামুনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।