মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। চার দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগতায় আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সমাপনী দিনে অভার অল চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার লাভ করেছে নজরুল হাউজ এবং রানার্স আপ হয়েছে সোহরাওয়ার্দী হাউজ। ক্রীড়ায় চ্যাম্পিয়ন হয়েছে সোহরাওয়ার্দী হাউজ এবং রানার্স আপ হয়েছে নজরুল হাউজ। জুনিয়র গ্রুপে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়ে পুরষ্কার লাভ করেছে নজরুল হাউজের ৯ম শ্রেণীর ক্যাডেট (৩০৯৬) মাইনুল এবং সিনিয়র গ্রুপে ক্রীড়াবিদ হয়ে পুরষ্কার লাভ করেছে সোহরাওয়ার্দী হাউজের ক্যাডেট (২৯৪৭) মিনহাজ।
আজ বৃহস্পতিার (২২ ডিসেম্বর) মির্জাপুর ক্যাডেট কলেজের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৯ ডিসেম্বর আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান। (১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর) কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের নজরুল হাউজ, সোহরাওয়ার্দী হাউজ এবং ফজলুল হক হাউজের দুই শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে। সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জেনালেল অফিসার কমান্ডিং, ৯ পদাধিক ডিভিশন এরিয়া কমান্ডার সাভার সেনানিবাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মীনী বেগম ফাতেমা তুজ-জোহরা। এ সময় মির্জাপুর ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.কামরুজ্জামানসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ক্যাডেটদের অভিভাবকবৃন্দ।