মির্জাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিল ১৪৭০ জন শিশু শিক্ষার্থী

মীর আনোয়ার হোসেন টুটুল
কনকনে তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছে ১৪৭০ জন শিশু শিক্ষার্থী।
আজ শুক্রবার মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এ বছর মির্জাপুর উপজেলার একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৭০ টি সরকারী প্রাথমকি বিদ্যালয় থেকে টক পদ্ধতি অনুসরন করে পঞ্চম শ্রেণীর ১৪৭০ জন মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় এবং পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এই দুই কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে বৃত্তি পরীক্ষা শেষ হয়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীল হোসেন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের দিক নির্দেশনায় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় টক পদ্ধতি অনুসরন করে মেধাবী শিক্ষার্থী বাছাই করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। কনকনে তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে দুইটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা প্রশাসন থেকে স্বস্তির কথা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here