মির্জাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ২০২২ সালের এস.এসসি, এস.এসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন মেধাবী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস ও মির্জাপুর সরকারি কলেজের আয়োজনে মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মুল উদ্যোক্তা ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মির্জাপুর উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং মির্জাপুর সরকারি কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খাঁন আহম্মেদশুভ এমপি। বক্তব্য রাখেন, মির্জাপর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর উপজেলা মাধ্যমিক অফিসার মো. জুলফিকার হায়দার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকূল ইসলাম খান প্রমুখ। এছাড়া সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে মির্জাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ফয়সার খান শিশির, উয়ার্শি এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়ের আরিফুন্নেছা, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সুলতানা রাজিয়া সারা এবং ভারতেশ^রী হোমসের স্বস্তিকা ঘোষ বক্তব্য রাখে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬৮ জন শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সনদপত্রসহ পুরষ্কার তুলে দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here