মির্জাপুরে দক্ষতা অর্জনে পাঁচ দিন ব্যাপি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল
ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম (নতুন কারিকুলাম) বাস্তবায়ন ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিতকার হায়দার। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রবীর কুমার চৌধুরী, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। দক্ষ প্রশিক্ষকদের নিয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষখগন বিষয়ক ভিত্তিক প্রশিক্ষণ পাবেন। পর্যায়ক্রমে সকল শিক্ষকই এ প্রশিক্ষণ নিতে পারবেন বরে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here