মির্জাপুরে রাতে ঘুরে ঘুরে অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরন করছেন এমপি

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে রাতে ঘুরে ঘুরে সমাজের অসহায় ও দরিদ্রদের মাঝে মীতের কম্বল বিতরন করছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। তীব্র শীত ও ঘন কুয়াশায় চার দিকে জেঁকে বসেছে শীত। বিপাকে পরেছে নিম্ন আয়ের মানুষ।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক জানান, গত কয়েক দিন ধরে মির্জাপুর পৌরসভা এবং উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, ফুটপাত, দোকানপাট এতিম খানা এবং বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে ঘুর ঘুরে রাতের বেলায় অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হচ্ছে। খান আহমেদ শুভ এমপির সহযোগিতায় এ কম্বল তুলে দেওয়া হচ্ছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল এবং অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
এ ব্যাপারে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, এ বছল হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে গেছে। ফলে নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে বিপাকে পরেছেন। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং তার নিজের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here