মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইডিয়াল গ্রুপের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আইডিয়াল গ্রুপ এই স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল বৃহস্পতিবার মির্জাপুর হাটুভাঙ্গাম উপজেলার গোড়াই, ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এবং প্রেস ক্বাবের সামনে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতের কম্বল তুলে দেন। এ সময় গ্রুপের এডমিন দেওয়ান আজাদুর রহমান আজাদ, আমেরিকা প্রবাসি তোফাজ্জল হোসেন, মো. মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম সবুজ এবং মোশাহিদুল ইসলাম সবুজ আইডিয়াল গ্রুপের সদস্যগন উপস্থিত ছিলেন।