মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক শিক্ষার মানউন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুপারগন উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক অফিসের উপপরিচালক আবু নুর মো. আমিনুর ইসলাম চৌধুরী , মা ফাতেমা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস আজিজা সুলতানা, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক ও বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান হোসেন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এবং মাননীয় প্রধান মন্ত্রী শিক্ষার সার্বিক উন্নয়নে আমুল পরিবর্তনসহ শিক্ষকদের বেতন ভাত বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সরকারী সরকন এখন মাত্র সময়ের ব্যাপার। যে কোন সময় ঘোষনা আসতে পারে। এ জন্য শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদানে মনোযোগী হওয়ার আহবান জানান। মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষার মানউন্নয়নে সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন বলে উল্লেখ করেন।
এর আগে এমপি নতুন ক্যারিকুলাম বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিষয় ভিক্তিক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।