মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নাটাবের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন আবস্তবায়নের লক্ষে মতনিবিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে নাটাব টাঙ্গাইল জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। নাটাবের টাঙ্গাইল জেলা শাখার সুপারভাইজার মো. শাহিনুল ইসলামের উপস্থিতিতে এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নিউজ পোর্টাল মির্জাপুরপ্রতিদিন ডটকমের সম্পাদক মো. রায়হান সরকার রবিন, সাপ্তাহিক বারবেলা ও মাসিক চন্দ্র বিন্দু এবং নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডটনেট এর সম্পাদক মো. হোসনী যুবাইরী, দৈনিক যুগান্তরের প্রতিনিধ মো. সাজ্জাত হোসেন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. আব্দুল হালিম ও বেসরকারী সংস্থা আত্নকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক অমলেশ সরকার প্রমুখ। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।