মির্জাপুরে পিটিসিতে ৫২ তম ব্যাচ টিআরসি প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ টেনিং সেন্টারে (পিটিসিতে) ৫২ তম ব্যাচ টিআরসির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়িার) সকাল দশটায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যাডেট গ্রাউন্ডে উৎসব মুখর পরিবেশে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ৫২ তম ব্যাচ টিআরসির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৯৪০ জন কনস্টবল মৌলিশ প্রশিক্ষণ সমাপন করেছেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহন করেন পুলিশ হেডকোয়ার্টার এর এডিশনাল এআইজি (এডমিনিস্টেশন) মো. কামরুল হাসান বিপিএম। এ সময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) মো. মইনুল ইসলাম এনডিসি, পুলিশ সুপার (প্রশাসন) মো, আব্দুর রহীম শাহ চৌধুরী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করায় তিনজন কনস্টবলকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল এআইজি (এডমিনিস্টেশন) মো. কামরুল হাসান বিপিএম বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগনের সেবক হিসেবে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়তে পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here