মির্জাপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি

0
63

মো.সাজজাত হোসেন

মির্জাপুরে উপজেলায় উয়ার্শী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় জনবসতিসহ গুরত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করার জন্য জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা, নাগরপাড়া, আরহাসহ বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে ধলেশ^রী নদীর শাখা প্রবাহিত হয়েছে। বালু উত্তোলন কারীরা এতটাই প্রভাবশালী যে জমি ভূমি ক্ষতি হওয়া সত্তে¦ও কেউ এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। অনেক সময় প্রশাসনও নিশ্চুপ হয়ে যায়।

উয়ার্শী ব্রিজ থেকে পশ্চিম দিকে প্রায় ৩০০ গজ দূরে সেখানে তিনটি পয়েন্টে তিনটি ড্রেজার মেশিন স্থাপন করা হয়েছে। ৩০০ গজের মধ্যে গুরত্বপূর্ণ স্থাপনা থাকলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। সেখানে প্রায় ৫০/৬০ ফিট গভীর করে গত দুই মাস থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করায় নদীর দুইপাড়ের রাস্তা, ব্রিজ, দুই পাড়ের গাছপালা, ফসলি জমি, বসতি ও রাস্তা বিলীন হওয়ার আশঙ্কা আছে। এলাকাবাসী বহুবার নিষেধ করা সত্বেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ইতোপূর্বে গ্রামবাসী এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি।

অবশেষে বালু উত্তোলন বন্ধ ও গুরত্বপূর্ন স্থাপনা রক্ষার জন্য এলাকাবাসীর পক্ষে মো.মহির উদ্দিন ও জলিল মিয়া একটি অভিযোগ গত ২২ জানুয়ারি টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর দেয়া হয়।

উয়ার্শী ইউপি চেয়ারম্যন মাহাবুব আলম মল্লিক বলেন, সেখানে যখন বালু উত্তোলনে ড্রেজার মেশিন স্থাপন করা হয় তখন অনেক বার তাদের নিষেধ করা হয়েছে। দিনরাত মেশিন চালিয়ে তারা বালু উত্তোলন করছেন। গভীর করে বালু উত্তোলনে ভূগর্ভে ধস নামলে সামনের বন্যায় নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এতে করে রাস্তা ঘাট, বাড়ি ঘর, ফসলি জমির ব্যাপক ক্ষতি হবে।

উপজেলা নিবার্হী অফিসার মো.হাফিজুর রহমান বলেন, গুরত্বপূর্ণ স্থাপনার আশপাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোনো নিয়ম নাই। শিগগিরই বিষয়টি দেখব। বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here