মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সফলতার সাথে দুই বছর

মোঃ সাজজাত হোসেন

সততা দক্ষতা ও নিরপক্ষতা বজায় রেখে দলমত এর উর্ধে থেকে বিভিন্ন সফলতার মধ্য দিয়ে মো.হাফিজুর রহমান সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও মির্জাপুর মানুষের নজর কেড়েছেন।

উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাসদমন, বাল্য বিবাহ রোধ, শিক্ষার উন্নয়ন, দারিদ্রতা বিমচন, রাস্তা ঘাটের সংস্কার ও উন্নয়নের বলিষ্ট ভৃমিকা রেখেছেন। সরকারের নির্দেশনার পাশাপাশি আপন তাগিদে অনাহারী, কর্মহীন ও দুস্থদের পাশে দাড়িয়েছেন।
মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

তিনি মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় ইউপি চেয়ারম্যানদের সাথে নিয়ে গৃহহীনদের ঘরের ব্যবস্থা , মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ, পৌরসভাসহ ১৪ ইউনিয়নে শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ, রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদানসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান ২ বছর পূর্ণ করলেন।

ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে মির্জাপুর মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
দুই বছর সফল ভাবে অতিক্রম করায় তাকে অভিন্দন ও শুভকামনা জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক , উপজেলা চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার সকল সাংবাদিকবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ইউএনও মো.হাফিজুর রহমান গত ২০২১ সালে মির্জাপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here